জেএসসি-জেডিসিতে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-23 08:57:34

জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৪৩টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

সোমবার(২৪ ডিসেম্বর) সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় গড়ে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করে। গতবারে চেয়ে ২.১৮ শতাংশ বেশি হারে পাশ করেছে। 

গতবারের চেয়ে ৫১০ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ কমেছে। গত বছর ৫২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করলেও এবার করেছে ৪,৭৬৯টি। তবে এবার পাস হার শূন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৬টি। গতবার ছিল ৫৯ টি।

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সকাল ১০ টায়। জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে প্রাথমিকে পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ এবং ইবতেদায়িতে পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ ।

এ সম্পর্কিত আরও খবর