পিইসি ও জেএসসির ফলাফলে সন্তুষ্ট ভিকারুননিসা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-26 13:50:07

পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম।

সোমবার (২৪ ডিসেম্বর) পিইসি ও জেএসসি পরীক্ষায় নিজ প্রতিষ্ঠানের ফলাফলের বিচার বিশ্লেষণ করে তিনি এ প্রতিক্রিয়া দেন।

হাসিনা বেগম বলেন, এবার পিইসি পরীক্ষায় আমাদের স্কুল থেকে ২ হাজার ৮৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে সকলেই পাস করেছে। তাছাড়া পিইসিতে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭শ ৮৩ জন পরীক্ষার্থী। আর শতকারা হিসেবে ৮৫ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, জেএসসিতে এক হাজার ৯শ ৭১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৩ জন। জিপিএ-৫ পাওয়ার হার শতকরা ৫১ দশমিক ৯০ শতাংশ।

তিনি বলেন, পিইসিতে নৈব্যত্তিক প্রশ্ন উঠে যাওয়ায় ও জেএসসির ফলাফলে চতুর্থ বিষয় না থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কিছুটা কমেছে। তবে সার্বিক ফলাফল বিবেচনা করলে আমাদের এবারের ফলাফল গত বারের তুলনায় ভালো হয়েছে।

ভালো ফলাফলের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও খবর