পুলিশকে চাপে রাখতে ইসিতে অভিযোগ: ডিএমপি কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 15:46:32

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে কোনো কোনো দল ও প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ তুলছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বনানী ২৭ নং সড়কে ক্যাথলিক চার্চে বড়দিন উপলক্ষে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটা তাদের রাজনৈতিক কৌশল। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। দেশ ও জনগণের জন্য কাজ করব, করছি। আশ্বস্ত করছি যে, যেসব অভিযোগগুলো সত্য সেসব ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের নের্তৃত্বে সব সময় প্রস্তুত রয়েছি।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত নিরাপত্তার সাথে ও সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে ইসির নির্দেশনা অনুযায়ী একাদশ সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে কাউকে যেন বিড়ম্বনার শিকার হতে না হয় সেজন্য পুলিশ ও সশস্ত্র বাহিনী তৎপর রয়েছে।’

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া ও সাইবার স্পেসে এই সব গুজব ও মিথ্যে প্রোপাগান্ডা সম্পর্কে সতর্ক থাকার জন্য, আতঙ্কিত না হতে, গুজবে কান না দেওয়ার জন্য নাগরিকদের অনুরোধ জানাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর