বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-12-10 19:55:31

ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্তে নীলফামারীতে সব ধরনের পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এমন অবস্থায় পেঁয়াজের বাজার তদারকি করে ক্রয়-বিক্রয় রশিদ প্রদর্শন না করাসহ বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে জলঢাকা ও নীলফামারী বড়বাজারে এ জরিমানা করা হয়।

জানা গেছে, ভারতের রফতানি বন্ধের সিদ্ধান্তে পেঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অভিযান পরিচালনা করে। এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রশিদ প্রদর্শন না করায় জলঢাকার পৌর বাজারের সাদ্দাম স্টোরকে ২ হাজার টাকা, মায়ের দোয়া ভান্ডারকে ৩ হাজার, মামুন বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে নির্দেশনা প্রদান করে। এর আগে একই অভিযোগে নীলফামারী জেলা শহরের বড় বাজারের দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক সামসুল আলম বলেন, ‘বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রশিদ প্রদর্শন না করায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর