‘খালেদা জিয়া আপাতদৃষ্টিতে ভালো আছেন’

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-30 10:05:54

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপাতদৃষ্টিতে ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক আবদুল্লাহ আল হারুন। তবে তিনি বলেছেন, তার (খালেদা জিয়া)  প্রকৃত অবস্থা জানার জন্য এক্স-রে রিপোর্ট  না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক। কারাগার থেকে এই হাসপাতালে এনেই খালেদা জিয়ার এক্স-রে করা হয়েছে। আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন হেঁটে ৫১২ নম্বর কক্ষ থেকে এক্স-রে কক্ষে ঢুকেছেন। সেখান থেকে হেঁটে গাড়িতে উঠেছেন। আবদুল্লাহ আল হারুন আরও বলেন, ‘তার (খালেদা জিয়া) জন্য হুইলচেয়ারের ব্যবস্থা ছিল। কিন্তু তিনি আমাকে বলেছেন, হেঁটে যেতে পারবেন।’ বিএসএমএমইউর এই পরিচালক বলেন, বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানা যাবে তার হাড়ের বিভিন্ন অংশের যেসব এক্স-রে করা হয়েছে, সেগুলোর প্রতিবেদন পাওয়ার পর। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাসপাতাল থেকে মেডিকেল প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গঠন করা মেডিকেল বোর্ডকে দেবে। বোর্ডই পরবর্তী করণীয় নির্ধারণ করবে। আবদুল্লাহ আল হারুন বলেন, বিএনপির চেয়ারপারসন তার পছন্দের চারজন চিকিৎসককে এক্স-রে কক্ষে রাখার অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী ওই চিকিৎসকদের সেখানে রাখা হয়। তারা হলেন ডা. ওয়াহিদুর রহমান, ডা. মামুন, ডা. এফ এম সিদ্দিকী এবং কারাগারে তার ব্যক্তিগত চিকিৎসক।

এ সম্পর্কিত আরও খবর