ইজতেমায় ক্রেতা খুঁজছেন কম্বল ব্যবসায়ীরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-02-11 17:18:54

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মধ্যে দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমা। মোনাজাত শেষে ময়দানে আগত মুসল্লিরা ফিরতে শুরু করেছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে ইজতেমায় প্রতিবছরের মতো এবারও কম্বল ব্যবসায়ীরা বসেছেন দোকান সাজিয়ে। তবে শেষে মুহূর্তে ক্রেতা খুঁজছেন ব্যবসায়ীরা।

আখেরি মোনাজাত শেষে ময়দানে আগত লাখ লাখ মুসল্লির ঢল নামে সড়ক, মহাসড়কের অস্থায়ী ভাসমান দোকানগুলোতে। অনেকেই কম্বল, জায়নামাজ, তসবি, টুপিসহ বিভিন্ন জিনিস কেনাকাটা করেন। তবে পূর্বের তুলনায় এবার বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের।

সরেজমিনে দেখা যায়, রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় পর্বের মোনাজাত শেষে মুসল্লিরা তাদের গন্তব্যে পৌঁছতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ আবার বিভিন্ন পণ্য কেনাকাটা করছেন। তবে ময়দানের আশপাশে বসা কম্বল বিক্রেতারা অনেকটাই ক্রেতাহীন। বিভিন্ন রঙের কম্বলের পসরা সাজিয়ে বসে থাকলেও নেই ক্রেতা।

কম্বল বিক্রেতা আব্দুল সবুর বলেন, গত পর্বে তাও বেশ কিছু বিক্রি করেছিলাম। কিন্তু এই পর্বে মানুষও কম, বেচাকেনাও নেই বললেই চলে।

মাজেদ মিয়া নামে আরেক বিক্রেতা বলেন, অন্যান্য বছর কয়েক লাখ টাকার কম্বল বিক্রি করছি। কিন্তু এই বছর কি হইল বুঝলাম না। দাম কমিয়ে দিলাম তাও কম্বল কিনছে না কেউ।

এ সম্পর্কিত আরও খবর