স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে দেশের কৃষি সেক্টরের ভূমিকা অপরিসীম। কিন্তু নিজেদের মধ্যকার বিভাজন বিরাজনীতিকরণ আমাদেরকে দুর্বল করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম এমপি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনিস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বাহাউদ্দীন নাসিম বলেন, আমাদের সব কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞানী ও কৃষি সেক্টরের সবাইকে এক হয়ে দেশের কৃষির স্বার্থে এগিয়ে যেতে হবে। কিন্তু কোন অপশক্তি আমাদের এক হতে দিচ্ছে না তা খুঁজে বের করতে হবে। সেই অপশক্তি অপসারণ করে, সকল পেছনের কষ্ট ভুলে আমাদের কাধে কাধ মিলিয়ে একত্রিত হয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমি মনে করি আমরা কৃষিবিদরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অনেকটা সক্ষম হয়েছি। বাকি কাজগুলো আমাদের একত্রিত হয়ে সম্পন্ন করতে হবে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে বিভাজন, বিভক্ত আমাদের প্রকৃত সাফল্য ও সম্মান অর্জনে অনেক ক্ষেত্রে বাধা হয়ে আসছে।
কৃষিবিদ ইনিস্টিউশনের সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া বলেন, আমরা কৃষিবিদরা দেশের কৃষিকে এগিয়ে নিতে সফল হয়েছি, সেই কথা সর্বজন স্বীকৃত হয়েছে। তবে আমাদের সামনের দিনগুলোতে কৃষি বিষয়ক অনেক চ্যালেন্জ মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনিস্টিটিউশনের সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মো.শহীদুর রশীদ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ, সম্মানীয় অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মোহা. সেলিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষিবিদ ওয়াহিদা আক্তার।