খেলার মাঠে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-25 01:38:00

বল ভেবে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই পথ শিশু আহত হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আহত এরশাদ (১৫) ও নূর আলমকে (১০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা দুজন সম্পর্কে চাচাতো-জ্যাঠাতে ভাই। নগরীর কেরানীপাড়া জামতলা মসজিদ সংলগ্ন এলাকার শাহ্ আলমের ছেলে এরশাদ ও একই এলাকার রশিদুল হকের ছেলে নূর আলম।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন জানান, আহত নিশাত ও নুর আলম বুধবার দুপুরে জিলা স্কুল মাঠে কাগজ কুড়াতে যায়। এ সময় মাঠের উত্তর-পশ্চিম কোণে তারা দুইটি বল সাদৃশ্য বস্তু (ককটেল) দেখতে পেরে তা হাতে নিয়ে খেলতে থাকে।

কিছুক্ষণ খেলার পর ওই ককটেল দুটি রেখে গাছের শুকনো পাতা আর খড়কুটো দিয়ে আগুন ধরালে পাশে থাকা ককটেল দুটি আগুনের তাপে বিস্ফোরিত হয়। এতে এরশাদের বাম হাত ও নুর আলমের মুখ ঝলসে যায়।

এদিকে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্কুল মাঠে ককটেল কিভাবে এলো সে বিষয়ে পুলিশ অনুসন্ধান করবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর