সড়কে গাছ ফেলে পুলিশের উপর ডাকাত দলের হামলা  

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম, গাজীপুর | 2024-03-04 10:26:56

গাজীপুরে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতিকালে টহল পুলিশের ভ্যানে হামলা চালায় সংঘবদ্ধ ডাকাত দল। 

এসময় ডাকাতদের ধারালো দা এর কোপে দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ডাকাত দলের এক সদস্য চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। 

রোববার (৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বারতোপা, হাসিখালি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, পুলিশ কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। তারা শ্রীপুর থানায় কর্মরত রয়েছেন।  অন্যদিকে আহত ডাকাত দলের সদস্য রুবেল মিয়া (২৭) তিনি, শরীয়তপুর জেলাধীন জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো রোববার রাতেও শ্রীপুর থানার এএসআই আলিমসহ চার জন পুলিশ সদস্য ওই এলাকায় টহল দিচ্ছিলেন। রাত আড়াইটার দিকে পুলিশের ভ্যানটি মাওনা কালিয়াকৈর সড়কের হাসিখালি এলাকায় গেলে হাসিখালি ব্রিজের উপর গাছ ফেলে ডাকাতি করছিল ডাকাতদল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এসময় ডাকাতদের দা এর কোপে দুই পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে রুবেল নামে এক ডাকাত সদস্য গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন ও ডাকাত দলের ওই সদস্যকে আটক করে হাসপাতালে নেন। 

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন, এরা আন্তঃজেলা ডাকাত দল। তাদের এক সদস্যকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এ সম্পর্কিত আরও খবর