রাজাকারের তালিকা তৈরি জটিল কাজ: মুক্তিযুদ্ধমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-05 16:24:15

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের তালিকা তৈরির কাজটি জটিল। সরকারিভাবে দুটি ভিন্ন ক্যাটাগরিতে রাজাকারের তালিকা হচ্ছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন সকালে অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কমিটি করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে। তারা তালিকা জমা দিলে আমরা তা প্রকাশ করব।

রাজাকারের তালিকার বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, রাজাকারের তালিকার জন্য আলাদা কমিটি আছে। সরকারিভাবে যে তালিকা ছিল, সেটা কিন্তু আমরা প্রকাশ করার চেষ্টা করেছিলাম। তখন দেখা গেল অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যুদ্ধের স্বপক্ষে ছিল এমন মানুষের নামও তালিকায় চলে আসে। ইউপি চেয়ারম্যানদের তালিকা করে পাঠাতে বলা হলো, দেখা গেল আমার নাম ঢুকিয়ে দিলো। এমনও আছে, যাদের জোর করে ধরে নিয়ে গিয়ে সাক্ষর করতে বাধ্য করা হয়েছিল তারাও রাজাকার হয়ে গেছে। অনেক হিন্দু ব্যক্তির নামও ঢুকানো হয়ে গেছে।’

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, রমজানের পর আগামী মে মাসে নির্বাচন হবে আশা করছি। মে মাসে হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি আশাবাদী এর মধ্যে হয়ে যাবে।

সম্মেলনে আলোচনার বিষয়ে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাসসহ বিভিন্ন বিষয়ে কোনো ন্যায়সঙ্গত দাবি-দাওয়া নিয়ে গেলে জেলা প্রশাসকরা যেন গুরুত্বের সঙ্গে দেখেন, সেটা বলেছি। তারা একে তো বীর মুক্তিযোদ্ধা, তারা এই রাষ্ট্রের সিনিয়র সিটিজেনও। তাদের যেন যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়, এ বিষয়ে ডিসিদের বলেছি।

 

এ সম্পর্কিত আরও খবর