৮ দেশের সামরিক বাহিনী পদস্থরা সুন্দরবনে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, বাগেরহাট | 2024-03-05 22:14:43

 শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া, মালিসহ ৮টি দেশের ব্রিগেডিয়ার জেনারেল, কমোডর, যুগ্ম সচিব, এয়ার কমোডর, ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৯ জনসহ মোট ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত প্রায় দু' ঘণ্টা ধরে প্রতিনিধি দলটির সদস্যরা দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্রে অবস্থান করে।

এ ছাড়া বনের ভিতরের প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন গাছপালা দেখে তারা মুগ্ধ হন তারা। এ সময় করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির প্রতিনিধি দলটির সদস্যদের করমজলের গুরুত্ব ও তাৎপর্যসহ সুন্দরবনের উপর সংক্ষিপ্তভাবে বিফ্রিং করেন।

করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, এ প্রতিনিধি দলে শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া, মালিসহ ৮ জন বিদেশিসহ ব্রিগেডিয়ার জেনারেল, কমোডর, যুগ্ম সচিব, এয়ার কমোডরসহ ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৯ জনসহ মোট ২৭ জন সুন্দরবনের এ সফরে আসেন। তারা প্রকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর