চট্টগ্রামে এক রাতে তিন জায়গায় আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-03-08 02:00:34

চট্টগ্রাম নগরীতে মালবাহী রেলের দুইটি পরিত্যক্ত বগিতে ও ময়লার স্তূপে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১১টার কিছু আগে সদরঘাট থানার এসআরবি রেল স্টেশনে রাখা দুটি বগিতে আগুন লাগে। এর আধাঘণ্টা পর নগরীর আগ্রাবাদের সিডিএ এলাকায় ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত পৌনে ১২টার দিকে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বারেক বিল্ডিং মোড়ে দুইটি মালবাহী পরিত্যক্ত রেলের বগিতে আগুনের খবর পাওয়া গেছে। সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে। অন্যদিকে ময়লার স্তূপে আগুনের খবর পেয়ে আগ্রাবাদ থেকে দুটি ইউনিট যায়। আগুন কিভাবে লেগেছে সেটা জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত আটটায় নগরের ওয়াসা এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।

তিনি জানান, জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে রাত সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সম্পর্কিত আরও খবর