ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি মালিকাধীন একটি জাহাজ অপহরণ করেছে সোমালিয়ান জলদস্যুরা। আফ্রিকার মোজাম্বিক থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে যাচ্ছিল পণ্যবাহী জাহাজটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভি আবদুল্লাহ নামের জাহাজটিতে ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। নাবিকরা জিম্মি অবস্থায় থাকলেও সুস্থ আছেন বলে সূত্রের দাবি।
এর আগে, ২০১১ সালের মার্চে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় ২৬ নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনি। ৩ মাস পর মুক্ত হয়ে জাহাজটি সোমালিয়া থেকে ওমানের সালালা বন্দরে রওনা হয়।
তার আগে, একটি ছোট উড়োজাহাজে করে সোমালিয়ার জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তা টেলিফোনে জানান জাহাজটির ক্যাপ্টেন মোহাম্মদ ফরিদ। তবে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছিল তা তিনি জানাতে পারেননি।