রংপুরের বাজারে ভরা নিত্যপণ্য, তবুও কমছে না দাম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-03-13 15:10:49

রংপুরের বাজারে ভরা নিত্যপণ্য, তবুও রমজানের শুরুতেই হু হু করে বাড়ছে দাম। পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমলেও, উচ্চমূল্যের উত্তাপ পোড়াচ্ছে ক্রেতাসাধারণদের। ফলে দাম শুনেই হাত সরিয়ে নিতে হচ্ছে নিম্ন-মধ্যবিত্ত আয়ের ক্রেতাদের। পণ্যের দামে এমন আগুন লাগায় চরম বিপাকে রয়েছে ক্রেতারা।

রংপুর নগরীর সিটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি নিত্যপণ্যের দাম চড়া। রমজানকে ঘিরে ২-৩ টাকার লেবু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। নাগালের বাহিরে রয়েছে খেজুরের দাম। সর্বনিম্ন ৪০০-১৬০০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে খেজুর।

দেশী শসা বিক্রি হচ্ছে ১৩০ টাকা ও হাইব্রিড শসা ৮০-১০০ টাকা মূল্যে। ২০-২৫ টাকা কেজি বেগুনের বাজারেও আগুন। প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। এদিকে পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমে বিক্রি হচ্ছে ৮০-১১০ টাকা।

রমজান উপলক্ষে প্রতিটি পণ্যের দাম বেড়েছে নতুন করে। ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলছেন, গরীব হয়ে জন্ম নিছি এটাই আমাদের দোষ। আয় বাড়েনা, প্রতিদিন বাড়ে শুধু জিনিসপত্রের দাম। বাজারে আসলে চাহিদা মত জিনিস কেনার সামর্থ্য হয় না আগুন দাম। আমরা বাঁচি কীভাবে।

সবজি কিনতে আসা ক্রেতা বলেন, রমজানের আগে লেবুর দাম ছিল ২-৩ টাকা পিস, সেই লেবুর দাম ২০-২৫ টাকা। ইফতারে বেগুন দিয়ে চপ রান্না হবে তাই বেগুন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি। এটাই আমাদের দেশ। আমরা নিরুপায়, সাধ্য থাকলে কিনে খেতে হবে, না থাকলে না খেয়ে দিন পার করতে হবে।

বিক্রেতারা বলেন, রমজান উপলক্ষে আমরাও বেশি দাম দিয়ে কিনছি। তাই দামে বিক্রি হচ্ছে। দাম বাড়লে শুধু ক্রেতাদের না, আমাদেরও হয়রানি।

বাজার নিয়ন্ত্রণ করা হোক, নিত্যপণ্যে স্বস্তি ফিরুক এই প্রত্যাশা ক্রেতাসাধারণদের।

এ সম্পর্কিত আরও খবর