জলদস্যুদের হাতে জিম্মি রোকনের পরিবারে কান্নার রোল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নেত্রকোনা | 2024-03-13 17:01:07

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ-এর থার্ড ইঞ্জিনিয়ার নেত্রকোনার মো. রোকন উদ্দিনের স্ত্রী আটমাসের অন্তঃসত্ত্বা। স্বামীর বন্দিদশা আর অনিশ্চিত জীবনের কথা জেনে ডুকরে কাঁদছেন স্কুল শিক্ষিকা স্ত্রী তানিয়া।

ছেলের জীবনের এমন পরিস্থিতিতে কেঁদে মূর্চ্ছা যাচ্ছেন কৃষক বয়োবৃদ্ধ বাবা নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাঘরোয়া গ্রামের মিরাজ আলী ও গৃহবধূ বৃদ্ধা মা লুৎফুর নাহার।

পরিবারের সাথে প্রথম রোজায় কথা হলেও এরপর থেকে আর যোগাযোগ হয়নি। তখন রোকন জানিয়েছিল তাদের জাহাজ জলদস্যুর কবলে। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রোকন।

এদিকে রোকনের বাবা-মা ফিরে পেতে চান বুকের মানিক ছেলেকে। তারা জানান, পাঁচ ভাই-বোনের মধ্যে রোকন তৃতীয় সন্তান। মেধাবী হওয়ায় রোকন মেরিন ইঞ্জিনিয়ার পাশ করে ২০১৫ সালে চাকরিতে যোগদান করেন। ২০২৩ সালের শেষদিকে জাহাজ কোম্পানিটিতে যোগদান করেন।

উল্লেখ্য, ভারত মহাসাগরে বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের হাতে হয়েছে জিম্মি।
সশস্ত্র জলদস্যুরা নাবিকদের জিম্মি করে রেখেছে। মুক্তিপণ হিসেবে চাচ্ছে ৫ মিলিয়ন মার্কিন ডলার।

এ সম্পর্কিত আরও খবর