বৃদ্ধের হাঁটার লাঠি বিক্রি করায় হত্যা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-13 19:28:20

বৃদ্ধের হাঁটার লাঠি বিক্রি করায় মামুন ওরফে কাটা মামুনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ মার্চ) বিকেলে এসব তথ্য জানান নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে মগবাজারের ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে ঘাতক মো. হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আমিনুল ইসলাম বলেন, গত ১০ মার্চ ভোরে নিউমার্কেট থানার নিউ এলিফ্যান্ট রোডের ফুটপাথে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, মৃত ব্যক্তির নাম মামুন ওরফে কাটা মামুন ওরফে ব্লেড মামুন। গত তিন বছর ধরে মামুন এলিফ্যান্ট রোড এলাকায় ভাসমান হিসেবে বসবাস করছে। আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোন আত্মীয়স্বজন পাওয়া যায়নি। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-পরিদর্শক (এসআই) পাভেল আহমেদকে।

তিনি জানান, এই ঘটনার তদন্তে নেমে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ১০ মার্চ ভোরে ঘটনার দিন ভোর সোয়া ৫টার দিকে বৃদ্ধ হোসেন বাটা ক্রসিং হতে কাঁটাবন ক্রসিংয়ের দিকে পায়ে হেঁটে গিয়ে মামুনকে একটি ভারী বস্তু দিয়ে একাধিকবার আঘাত করে। এরপর বাটা ক্রসিংয়ের দিকে দ্রুত হেঁটে এসে রিকশায় করে হাতিরপুলের দিকে চলে যায়। পরবর্তীতে হত্যার সঙ্গে জড়িত হোসেনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর