যাতায়াতে ভোগান্তি কমল বঙ্গবন্ধু শিল্পনগরে, চালু হলো বিআরটিসির বাস সার্ভিস

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-03-17 19:43:15

চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সড়কে পরীক্ষামূলকভাবে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) শিল্প অঞ্চলের জিরো পয়েন্ট থেকে ৩৪ কিলোমিটার সড়কে সাধারণ যাত্রী ও শিল্প অঞ্চলের শ্রমিকদের জন্য এই সার্ভিস চালু করেছে। বারইয়ারহাট ও সীতাকুণ্ড পর্যন্ত এই বাস চলাচল করবে।

রোববার (১৭ মার্চ) বিকেল চারটায় জিরো পয়েন্ট থেকে সাজানো দুটি দ্বিতল বিআরটিসি বাস বারইয়ারহাট ও সীতাকুণ্ডের উদ্দেশে যাত্রা শুরু করে। ছুটি শেষে ওই বাস দুটি করে গন্তব্যে ফেরেন শ্রমিকেরা। এসময় উপস্থিত ছিলেন বিআরটিসি সোনাপুর (নোয়াখালী) বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার ওমর ফারুক মেহেদী, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) পরিচালক (বাণিজ্যিক) মো. মাসুদ পারভেজ প্রমুখ। তারা বাস দুটির যাত্রীদের শুভেচ্ছা জানান।

প্রথমবারের মতো এমন বাস সার্ভিস পেয়ে দারুণ খুশি শ্রমিকেরা। কেননা তাদের এতদিন নানা ভোগান্তি সয়ে গন্তব্যে পৌঁছাতে হতো। তাদের পাশাপাশি আশপাশের মানুষেরাও এমন বাস সার্ভিসে খুশি। তারা বাস দুটিকে সড়কের দুই পাশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বাস সার্ভিস চালুর বিষয়ে বিআরটিসি সোনাপুর (নোয়াখালী) বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার ওমর ফারুক মেহেদী বলেন, ‘শিল্প অঞ্চলে অনেকগুলো প্রতিষ্ঠান চালু হয়েছে। এখানে হাজারো শ্রমিক চাকরি করেন। তাদের সুবিধায় এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিআরটিসির এই কর্মকর্তা জানান, শিল্প অঞ্চলের জিরো পয়েন্ট থেকে বারইয়ারহাট ও সীতাকুণ্ড পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস পরীক্ষামূলক চলবে। পরবর্তীতে বিআরটিসি কর্তৃপক্ষ, বেজা এবং বেপজা আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করবে। বিআরটিসি বাস নির্ধারিত রুটে চলাচলের সময় সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করে যে কোনো যাত্রী চলাচল করতে পারবেন।এখন থেকে শিল্প অঞ্চলের যাতায়াত সমস্যা থাকবে না বলে জানিয়েছেন বেপজার পরিচালক (বাণিজ্যিক) মো. মাসুদ পারভেজ। তিনি বলেন, ‘অফিস সময় অনুযায়ী সকাল বিকেল ২ বার এই বাস চলাচল করবে। চাহিদা বিবেচনা করে পরবর্তীতে বিআরটিসি কর্তৃপক্ষ বাস সংখ্যা বৃদ্ধি এবং যাতায়াতের সময় ঠিক করবে।’

বেপজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আমরা বেপজা এবং বেজা কর্তৃপক্ষের যৌথ সমন্বয়ে বঙ্গবন্ধু শিল্প অঞ্চলের শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সহযোগিতা চাই। তিনি বিষয়টি গুরুত্ব দিতে তড়িৎ ব্যবস্থা নেন। ভবিষ্যতে চাহিদা বিবেচনা করে বাস সংখ্যা এবং ট্রিপ সংখ্যা বাড়ানো হবে।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তাদের যাতায়াতে পরিবহন সংকট দিন দিন বেড়ে যাচ্ছে। তাই শিল্পনগর থেকে সীতাকুণ্ড এবং বারইয়ারহাট পর্যন্ত  বাস সার্ভিস চালুর উদ্যোগ সময়োপযোগী।’

বিআরটিসিরি পাশাপাশি বিভিন্ন বেসরকারি উদ্যোগেও শিল্পনগরে বাস সার্ভিস চালুর কথা ভাবা হচ্ছে। তাদেরই একটি মিরসরাই এক্সপ্রেস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ‘চট্টগ্রাম সদরের কদমতলী থেকে বারইয়ারহাট পর্যন্ত তাদের বাস সার্ভিস চালু রয়েছে। শিল্পনগরের শ্রমিকদের সুবিধার্থে ‘জোন এক্সপ্রেস’ নামে আরেকটি বাস সার্ভিস চালুর কথা ভাবছি।’

এ সম্পর্কিত আরও খবর