স্মৃতিসৌধে ভুটানের রাজার ‘নাগেশ্বর চাপা’ রোপণ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2024-03-26 14:05:36

স্বাধীনতার ৫৪তম দিবসে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন একটি তারবার্তার মাধ্যমে ভুটান পাশে দাঁড়িয়েছিল। দিয়েছেন স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি। 

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘নাগেশ্বর চাপা’ গাছের চারা রোপণ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। জাতির স্মৃতিসৌধের ডানপাশে চার মাস বয়সি ‘নাগেশ্বর চাপা’ রোপণ করেন তিনি। এসময় সঙ্গে ছিলেন ভুটানের রানি জেৎসুন পেমা।

এর আগে ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা। শহীদ বেদিতে ফুল দেওয়ার পর সেখানে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বই -এ সাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও খবর