চট্টগ্রাম বাণিজ্য মেলায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-03-26 17:11:38

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ‘বাণিজ্য মেলা’ শেষ হতে বাকি মাত্র একদিন। মেলায় স্টল হোল্ডাররা ব্যস্ত স্টল গুছাতে। আর মেলাকে ঘিরে ডাকাতির প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল একটি চক্র। কিন্তু ডাকাতি করার আগেই পুলিশের হাতে আটক হয়েছে ৬ ডাকাত।

বিষয়টি মঙ্গলবার (২৬ মার্চ) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মো. ওবায়দুল হাসান (৩৫), মো. হেলাল (৪৯), লেদু প্রকাশ আলা উদ্দিন প্রকাশ হাসান (৩৫), মো. সুজন (৩৩), মো. সোহেল প্রকাশ কাউছার (২৪) ও মো. হাসান তারেক (২৪)।

জানা গেছে, সোমবার (২৫ মার্চ) রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলা শুরু হওয়ার পর থেকে একটি চক্র সব সময়ই মেলায় অবস্থান করতো চুরি-ডাকাতির উদ্দেশে। মেলার শেষদিনে ডাকাতির উদ্দেশে চারটি ছোরাসহ ৬ যুবক অবস্থান করছিল পলোগ্রাউন্ড মাঠে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধরা পড়ে ৬ যুবক। পুলিশের দাবি, তারা ডাকাতি করতে জড়ো হয়েছিল।

কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক বলেন, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর