ফটিকছড়িতে বাসের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-04-12 19:46:54

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আপন দুই খালাতো ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলা নাজিরহাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হল- বাবুনগর এলাকার ওহিদুলের ছেলে আব্দুল্লাহ (১৫) ও দৌলতপুরের মো. ইউসুফের ছেলে মোস্তাকিম (১৩)। তারা দুজন আপন খালাতো ভাই। আহতের নাম রাহাত (১৫)।

এনাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা মোটরসাইকেল নিয়ে এসিবি স্কুল এলাকায় সড়কে ইউটার্ন করার সময় পেছন থেকে বাসের ধাক্কা লাগে। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। দুজন মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক রাকেশ ত্রিপুরা বার্তা২৪.কমকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থা তিনজনকে মেডিকেলে আনা হলে আব্দুল্লাহ নামের এক ছেলে মারা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানোর পথে মোস্তাকিম নামের আরও একজন মারা যায়। অন্যদিকে রাহাত সামান্য আহত হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাজিরহাট হাইওয়ে থানান উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দেয়। এতে দুজন মারা যায়, তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

আমরা বাস ও মোটরসাইকেল জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর