ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের উদ্বোধন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2024-04-14 02:12:29

ফেনীতে খেতাবপ্রাপ্ত ৩১ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তন 'অবিনাশী ৩১' এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) কমপ্লেক্সের তৃতীয়তলায় উন্নয়ন কাজটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, শিল্পপতি নুরুল নেওয়াজ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের জন্য বহুবিধ সুবিধা নিশ্চিত করেছেন। ফেনীতে বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং কর মওকুফ করা হয়েছে। তাঁদের সম্মানে সবধরণের সুবিধাদি পেতে সহজ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা বিভিন্ন পদপদবীতে রয়েছি। তা না হলে পরাধীন জাতি হিসেবেই আমাদের জীবন অতিবাহিত করতে হত।

জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে ইতোপূর্বে ফেনী হতে বই প্রকাশিত হয়েছে। দ্বিতীয় খন্ডের জন্য বীর মুক্তিযোদ্ধারা তাঁদের যুদ্ধদিনের স্মৃতিকথা লিখিতভাবে সরবরাহ করতে পারেন।

অনুষ্ঠানে অংশ নেন ফেনীর দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব। সভা শেষে মিলনায়তনের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ফেনীর ৩১ বীর সন্তান মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য খেতাবপ্রাপ্ত হন। তাঁদের স্মরণে মিলনায়তনটি 'অবিনাশী ৩১' নামকরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর