‘ছবিতেও দেশ-বিদেশের সংস্কৃতি ফুটে ওঠে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:37:53

ছবির মাধ্যমেও দেশ-বিদেশের সংস্কৃতি ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তিনি বলেছেন, ‘ছবির মাধ্যমেও দেশ বিদেশের সংস্কৃতি তুলে ধরা যায়। এই প্রদর্শনীতে বিদেশি সংস্কৃতি ফুটে উঠেছে।’

শুক্রবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘দেশে-বিদেশে’র আলোচনা সভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক পরিচালক অধ্যাপক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও দুই আলোকচিত্র শিল্পী সাংবাদিক আহমেদ পিপুল এবং পর্যটক তানভীর অপু।

এ সম্পর্কিত আরও খবর