তীব্র গরমে বেঁকে যাচ্ছে রেললাইন, ফেলা হচ্ছে কচুরিপানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-04-30 19:00:34

চলমান তীব্র তাপদাহের প্রভাবে গাজীপুরে রেললাইন বেঁকে যাচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ভেজা কচুরিপানা দিয়ে রেললাইন ঢেকে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেললাইনের কালিগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় একাধিক স্থানে রেললাইন বেঁকে যায়। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ সেখানে মেরামত করেন।

জানা গেছে, দেশজুড়ে চলমান তাপদাহের প্রভাবে গরম হয়ে রেললাইন বেঁকে গেছে। বিষয়টি নজরে আসলে রেলওয়ে কর্তৃপক্ষ ও কর্মীরা ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে বেঁকে যাওয়া ওই অংশে কচুরিপানা, কাঁদামাটি দিয়ে তাপ রোধের চেষ্টা করে। পরে একটি দল বেঁকে যাওয়া অংশটিতে মেরামত কাজ শুরু করে।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মেরামতের পর দুটি ট্রেন ওই স্থান দিয়ে নির্বিঘ্নে পার হয়ে গেছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী গাজীপুরে গত কয়েকদিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে ৩৯ দশমিক ৭ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও খবর