নরসিংদীতে প্রার্থী হত্যার ঘটনায় পরিদর্শনে ডিসি এসপি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2024-05-23 10:18:34

৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় নির্বাচনের প্রচারণাকালীন প্রতিদ্বন্দ্বী এক পক্ষের হামলায় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া হত্যার ঘটনায় এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বুধবার (২২ মে) বিকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো: সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন জানান, ওই প্রার্থী নির্বাচনের প্রচারণার সময় হামলার শিকার হন। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই প্রার্থী মারা যান।

পরবর্তীতে রাত ৯ টায় জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। জেলা প্রশাসক ড. বদিউল আলম অপরাধীরা দ্রুত গ্রেফতারও তাদের উপযুক্ত বিচারের আশ্বাস দেন।

এ সম্পর্কিত আরও খবর