রংপুরে লাইসেন্সবিহীন ক্লিনিক সিলগালা

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় অবস্থিত সেবা হাসপাতাল নামের একটি ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স না থাকায় ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।

সোমবার (২৪ জুন) বিকালে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। অভিযানের সময় সিভিল সার্জন অফিসেরর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরীর মেডিকেল মোড় এলাকায় দীর্ঘ দিন ধরে সেবা হাসপাতাল নামে একটি ক্লিনিক লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছিল।

এ দিন গোপন সংবাদের ভিত্তিতে ক্লিনিকটিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় ক্লিনিকের লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা করাসহ বিভিন্ন অভিযোগে ক্লিনিকটি সিলগালা করা হয়। একই সাথে ক্লিনিক মালিককে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।