ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণ: শরীর থেকে পা বিচ্ছিন্ন বাংলাদেশীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-05-24 23:55:24

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশংকাজনক অবস্থায় ২জন কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে সোনা মিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে স্বজনরা। অন্য একজনের নাম আবু তাহের। দুজনেই ঘুমধুম এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৪ মে) রাত ৮টার দিকে ঘুমধুম সীমান্তের পশ্চিমকূল এলাকায় এঘটনা ঘটে।

সোনা মিয়ার পিতা হাবিবুর রহমান জানান, রাত সাড়ে ৮ টার দিকে সীমান্তের পশ্চিমকূল নামক জায়গায় এই বিস্ফোরণ হয়। এতে আরো তিন জন নিখোঁজের তথ্য দেন তারা। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

রাত ১০টায় নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া মুঠোফোনে জানান, তিনিও ঘটনাটি শুনেছেন, তবে স্থানীয় চেয়ারম্যান থেকে বিস্তারিত জানার চেষ্টা করছেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন আহত হয়েছে, তবে কেউ নিখোঁজের তথ্য নেই।

এ সম্পর্কিত আরও খবর