বরিশালে দুই কবির জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-05-25 15:57:30

বরিশালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম এবং কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান পরিচালিত হয়। 

অনুষ্ঠানটি জেলার শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আবৃত্তি, রচনা ও নজরুল সংগীত প্রতিযোগিতাসহ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ রিয়াদুল ইসলাম, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।

শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর