বরিশালে নদীতে গোসলে নেমে বর নিখোঁজ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-05-25 16:29:30

বরিশালের উজিরপুর উপজেলায় গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বর মিরাজুল ইসলাম আরিফের (২৪) সন্ধান এখনো মেলেনি।

শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামে সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শনিবার (২৫ মে) দুপুর পর্যন্ত বর মিরাজুল ইসলাম আরিফের কোনো সন্ধান মেলেনি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।

নিখোঁজ আরিফ খান বাকেরগঞ্জ উপজেলার মো. মিন্টু খানের ছেলে। তিনি গাজীপুরে একটি কোম্পানিতে চাকরি করতেন।

জানা যায়, বর মিরাজুল ইসলাম আরিফ তার দূর সম্পর্কের মামাতো বোনকে বিয়ে করার জন্য বাকেরগঞ্জ থেকে পরিবারসহ গত ২২ মে দিবাগত রাতে উজিরপুরের গাববাড়ি এলাকায় আসেন। ২৩ মে সকাল দশটার দিকে গাববাড়ি গ্রামের মৃত নাসির উদ্দিনের মেয়ে নিপা আক্তারের সাথে আরিফের রেজিস্ট্রি কাবিন হয়। এরপর বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতে গায়ে হলুদ হয়। ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে দুই ভাইসহ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন আরিফ।

এ সময় স্রোতের টানে তারা দুই ভাইসহ তিনজন পানিতে ভেসে যেতে থাকেন। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করতে পারলেও মুহূর্তের মধ্যে বর আরিফ স্রোতের তোরে পানিতে তলিয়ে যান।

উজিরপুর মডেল থানার পরিদর্শক জানান, ঘটনার পর থেকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আরিফের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার নজরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের পর পরই তারা নিখোঁজ আরিফের সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেন। শনিবার বেলা আড়াইটা পর্যন্ত নিখোঁজের কোন সন্ধান মেলেনি।

এ সম্পর্কিত আরও খবর