ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানবে: আবহাওয়া অফিস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-25 16:36:55

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ শনিবার রাত ৯টার মধ্যে ঘূর্ণিঝড় ‘রেমালে’ রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান।

শনিবার (২৫ মে) বিকেলে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। রেমাল প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আমরা ধারণা করছি।

তিনি বলেন, খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার খেপুপাড়া দিয়ে অতিক্রম করতে পারে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে অতিদ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর