কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের বাড়িতে দিনভর উজ্জীবিত নেতাকর্মীরা

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, মিরসরাই (চট্টগ্রাম) | 2024-05-25 21:27:56

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসা সড়কে শুক্রবার (২৪ মে) সারাদিন চোখে পড়ে ছোট ছোট দলে মানুষের চলাচল। প্রথমেই মনে হবে হয়তো ভিতরে কোন সমাবেশ চলছে। মাদ্রসা অতিক্রম করে একটু সামনে গেলেই লাগোয়া ইউছুফ কুঠিরটি দেখা যায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাড়ি এটি।

বৃহস্পতিবার রাত থেকে তিনি বাড়িতেই অবস্থান করছেন। আগে থেকেই এলিটের বাড়িতে অবস্থানের বার্তা পৌঁছে যায় পুরো উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায়। সকাল থেকেই শুরু হয়ে যায় মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসা সড়কে রাজনৈতিক নেতাকর্মী ও আমজনতার স্রোত।

জানা গেছে, শুক্রবার (২৪ মে) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ইউসুফ কুঠিরে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ. ছাত্রলীগ, শ্রমিক লীগ,মৎস্যজীবী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীদের উজ্জীবিত রাখেন কর্মীবান্ধব যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

এবার নিয়াজ মোর্শেদের নেতাকর্মীরা দ্বিগুন উচ্ছ্বাস নিয়ে তাদের সাহসের বাতিঘর এলিটের বাড়িতে জড়ো হন। নতুন করে এলিটকে সমর্থন জানিয়ে আগামী দিনে রাজনীতির মাঠে পাশে থাকার প্রতিশ্রুতি জানাতে আসেন সবাই। কারণ নিয়াজ মোর্শেদ এলিট এখন মিরসরাইয়ের মানুষের ভরসা। যুবলীগ নেতা এলিটকে ঘিরে স্বপ্ন দেখেন এখন মিরসরাই আওয়ামী দুর্গের কর্মীরা।

দুপুর ১২টায় ইউসুফ কুঠিরে গিয়ে দেখা যায়, বেশিরভাগ সময় নেতাকর্মীদের ছবি তোলার অনুরোধ রাখতে বার বার ফটোসেশনে হাসিমুখে দাঁড়াচ্ছেন এলিট। কিছুক্ষণ পরপর প্রবেশ করছে আলাদা আলাদা গ্রুপ। তাদের আপ্যায়ন তদারকি করছেন তিনি নিজে। তাদের সাথে মতবিনিময় করে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার ও সরকারের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সজাগ থাকতে।

বেলা বাড়তে বাড়তে সকাল গড়িয়ে দুপুর হলে ইউসুফ কুঠিরে নিয়াজ মোর্শেদ এলিটের সাথে শুভেচ্ছা বিনিময় করে নেতাকর্মীদের সাথে সময় দেন সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর জৈষ্ঠ সন্তান ও বর্তমান সংসদ সদস্য মাহবুব উর রহমান এর বড় ভাই। দুপুরে কিছুক্ষণের জন্য বিদায় নিলেও বিকেল থেকে আবার রাত ১১টা পর্যন্ত সময় দেন তিনি।

মিরসরাইয়ের রাজনীতিতে একক নেতা হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসলেও বিগত ১০ বছর মোশাররফ দুর্গে ভাগ বসান এলিট। দুইজনের সম্পর্কের বৈরি পরিস্থিতির মধ্যে ইদানিং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে নিয়াজ মোর্শেদ এলিটের একটি হাসিমাখা একটি ছবি সোশ্যাল মিডিয়িায় ব্যাপকভাবে ভ্যাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় উঠে।

সোমবার (২০ মে) নিয়াজ মোর্শেদ এলিট তার ফেসবুক পেইজে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার বৈঠকের হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজ প্রিয় অভিভাবকের সান্নিধ্যে’।

এতে করে মিরসরাই আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের মাঝে একদিকে আনন্দ উল্লাস, অপরদিকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবে কেউ জানাচ্ছেন অভিনন্দন।

অন্যদিকে এমন দৃশ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে। ক্ষোভের আগুন না নিভতেই তিনি বাড়িতে এসে মোশারফ পুত্রের সাথে ছবি দিয়ে লিখেন, ‘সুমু ভাইসহ সারাদিন আজ আমার নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে।’
অনেকের প্রশ্ন- এটি কেমনে সম্ভব। যাকে নানান বিশেষণে অখ্যায়িত করেছেন মাত্র কিছুদিন আগে। যার ছায়া মনে হতো দুশমনের মতো। বাবার হাসির রেশ না কাটতে এলিটের বাড়িতে ছেলের সরব উপস্থিতি। এটাই বুঝি ‘রাজনীতির শেষ বলতে কিছু নেই’ প্রবাদ বাক্যের প্রমাণ। হয়তো মিরসরাইবাসী আগামীতে আরো নতুন কিছু দেখবে।

নিয়াজ মোর্শেদ এলিট জানান, ‘বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি যারা করেন তারা দলীয় আদর্শ, জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য শতভাগ থাকতে হবে। এখানে রাজনীতির নামে শেখ হাসিনার বাইরে কোন প্রভু নেই। তবে সিনিয়রদের সম্মান করা এটা দলীয় শৃঙ্খলা এবং পারিবারিক শিক্ষার পর্যায়ে পড়ে। আমি মিরসরাইয়ের নেতাকর্মীদের কাছে পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই, মিরসরাইয়ের রাজনীতিতে এখন থেকে কোন প্রভু নেই। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে যিনি আধুনিক স্মার্ট মিরসরাই গড়তে পারবেন তার উপর আস্থা রাখবেন আপনারা। মিরসরাইকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে আমি আপনাদের সাথে আছি, থাকব। আমার কোন নেতাকর্মী অন্যায়ভাবে হয়রানির শিকার হলে তার কঠিন জবাব দেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর