চার ঘণ্টা পর সিলেট-সুলতানপুর সড়কে যান চলাচাল স্বাভাবিক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-05-25 17:22:38

সিলেটের দক্ষিণ সুরমায় অটোরিকশা চাপায় রাফিয়া জান্নাত মাইশা (৮) মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে চার ঘণ্টা সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।

শনিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও মোগলাবাজার থানার হস্তক্ষেপে চার ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, শনিবার (২৫ মে) সকাল দশটা থেকে সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় মানববন্ধনের পাশাপাশি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটকে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সিলাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম মাছুমের সভাপতিত্বে ও বাবুল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেছার আলী, উপজেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি শাহ মো.দেলোয়ার, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সাবেক ইউপি সদস্য আলী ইমাম, ফখরুল মিয়া, মইন উদ্দিন আহমদ প্রমুখ।

জানা যায়, শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় স্থানীয় রিপন মিয়ার মেয়ে রাফিয়া জান্নাত মাইশা (৮) তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হয়। এসময় হঠাৎ করে সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি নম্বরবিহীন অটোরিকশা (সিএনজি) দ্রুত গতিতে এসে মূল সড়কের পাশে বাড়ির রাস্তায় এসে শিশুটিকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এসময় মোগলাবাজার থানা পুলিশ ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী। ওইদিন বাদ আসর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজা শেষে শনিবার সকালে মানববন্ধনের ডাক দেন এলাকাবাসী।

খবর পেয়ে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন ঘটনাস্থলে আসেন।

এসময় তারা বিক্ষুব্ধ এলাকাবাসীর সাথে কথা বলে আসামিকে গ্রেফতার ও নম্বরবিহীন অটোরিকশা (সিএনজি) সড়কে যাতে আর না চলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা দেড়টার দিকে গাড়ি ছেড়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এব্যাপারে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। ভবিষ্যতে নম্বরবিহীন অবৈধ এসব গাড়ি যাতে সড়কে চলাচল না করতে পারে সে ব্যাপারে স্থানীয় থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সম্পর্কিত আরও খবর