পান্না কায়সারের ৭৫তম জন্মদিন পালন করল খেলাঘর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-25 18:49:46

গান, কবিতা, নৃত্য, স্মৃতিচারণসহ নানা আয়োজনে শহীদ জায়া ও বিশিষ্ট শিক্ষাবীদ প্রয়াত অধ্যাপক পান্না কায়সার এর ৭৫তম জন্মদিন উদযাপন করল জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

শনিবার (২৫ মে) তাঁর স্মৃতি বিজড়িত ১৬ নিউ ইস্কাটন এর বাসভবনে খেলাঘরের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

ঢাকা মহানগরীর বিভিন্ন শাখা আসর থেকে আসা শিশু-কিশোর, সংগঠক, শুভানুধ্যায়ী, বন্ধু,পরিবারের মিলন মেলায় গান, কবিতা, স্মৃতিচারনের মাধ্যমে পালিত হয় খেলাঘরের সাবেক সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের জন্মদিন।

এসময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কন্যা শমী কায়সার, পুত্র অমিতাভ কায়সার পরিবারের অন্য সদস্যরা।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, হান্নান চৌধুরী, মামুন মোরশেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, হাফিজুর রহমান মিন্টু, নসরু কামাল খান, আব্দুল মান্নান, সুজন মজুমদার, সদস্য বিমান বিশ্বাস, আশরাফ খোকন, অর্ফিয়াস চৌধুরী, সীমা রানী ঘোষ, সামিনা জাহান, জাতীয় পরিষদ সদস্য রফিকুজ্জামান নয়ন, মো: আদেল, রুমা রানী ঘোষ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর