কুশিয়ারা নদীতে সাঁতার কাটতে গিয়ে ২ বোনের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-05-25 19:04:28

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে সাঁতার কাটার সময় পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম।

জানা যায়, প্রচন্ড গরমে বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে যায় সুহেদা ও মাজেদা। সাঁতার কাটার সময় একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে বিকাল ৩টার দিকে জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (মিডিয়া অফিসার) পার্থ সারথী দাস।

এ সম্পর্কিত আরও খবর