ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাব শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-26 16:48:46

উপকূল অতিক্রম করতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। এতে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

রোববার (২৬ মে) বিকেলে সচিবালয়ে রিমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, আশঙ্কার তুলনায় আগেভাগেই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বাতাসের তোড়ে এসব এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে তিনি জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরইমধ্যে উপকূলীয় এলাকার ৮ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর