বিমানের ৪ ফ্লাইট বাতিল, ডাইভার্ট ৪টি

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-05-27 19:54:27

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ও বৈরী আবহাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ৪টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এসব তথ্য জানান।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিজি৬১৭, বিজি৬০৫, বিজি৪৯৫ ও বিজি৬০৩।

এছাড়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে শাহজালালে অবতরণ করতে না পারা ৪টি ফ্লাইট সেখানে ডাইভার্ট করা হয়েছে।

ফ্লাইটগুলো হলো- শারজাহ থেকে আসা চট্টগ্রামগামী বিজি১৫২, দোহা থেকে আসা চট্টগ্রামগামী উড়োজাহাজ, ⁠রাজশাহী থেকে ঢাকায় আসা বিজি৪৮২ ও জেদ্দা থেকে ঢাকায় আসা বিজি৩০৪৬ ফ্লাইট।

এ সম্পর্কিত আরও খবর