খুলনায় ৯৭টি জীবিত কচ্ছপসহ ১ পাচারকারী গ্রেফতার

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,খুলনা, বার্তা২৪.কম | 2023-08-24 14:23:33

 

খুলনায় ৯৭টি কচ্ছপসহ ১ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রাম থেকে কচ্ছপসহ পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাচারকারী বটিয়াঘাটার রনজিৎ বাছারের ছেলে তাপস বাছাড় (৪৫)।

র‌্যাব-৬'র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামের দক্ষিণপাড়া গ্রাম থেকে ২টি চটের বস্তায় ছোট-বড় ৯৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় কচ্ছপ বহনকারী ১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতর বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ১৯২৭ সনের বন আইন ও  বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সুন্দরবন থেকে ফাঁদ পেতে বণ্য প্রাণি জীবিত কচ্ছপ ধরে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় করছে একটি চক্র।

এ সম্পর্কিত আরও খবর