সিলেটে এবার ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-06-15 16:36:26

সিলেটে এবার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

শনিবার (১৫ জুন) সকালে জৈন্তাপুর উপজেলার গিলাতৈলে অভিযান পরিচালনা করে চোরাই চিনি জব্দ করে বিজিবি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি জানায়, সিলেট সেক্টর বিজিবির অধীন ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্প অভিযান পরিচালনা করে চিনি জব্দ করে। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারিরা চিনি ভর্তি একটা মিনি ট্রাক ও ১১টি পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর