নিখোঁজ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-06-15 21:07:34

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ আজিজুল হকের (৬৫) মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে তেঁতুলিয়া খেয়াঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদে তিনি নিখোঁজ হন।

নিহত আজিজুল হক ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকা ডুবে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ আজিজুল হক নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করেও আজিজুল হকের কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকাল থেকে পুনরায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে বিকেলে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরি দলের দলনেতা ফজলুল হক বলেন, ঘটনাস্থলের ৫ শত গজ দূরে তেঁতুলিয়া খেয়াঘাট এলাকা হতে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর