‘ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে ব্যবসায় লাভবান হবো’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-25 12:37:54

স্বাস্থ্যখাতে বা চিকিৎসাখাতে বাংলাদেশের সঙ্গে যে চুক্তি নবায়ন হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কী ধরনের সুবিধা পেতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের ওষুধশিল্প অনেক কাঁচামাল, অনেককিছু আনতে হয় ভারত থেকে। কিছু ওষুধ আছে আমরা এখনও উৎপাদন করি না। অনেকে ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমার দেশের মানুষ নবায়ন হবে। আমরা যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারব, যত বেশি ব্যবসা বাণিজ্যে আদানপ্রদান হবে, তত বাংলাদেশই লাভবান হবে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লি যান।

লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর।

এছাড়াও, এই সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর, তিনি ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এ সম্পর্কিত আরও খবর