সিলেটে আবারো লাইনচ্যুত ট্রেন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-06-27 14:19:42

সিলেটে আবারো লাইনচ্যুত হয়েছে ট্রেনের একটি বগি।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে এই ঘটনা ঘটে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী।

তিনি জানান, ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকা থেকে পাহাড়িকা এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারকারী কুলাউড়া রিলিফ ট্রেনের একটি ইঞ্জিন মাইজগাঁও স্টেশনে এসে লাইনচ্যুত হয়েছিল। তবে সেটা অফলাইনে হওয়াতে কোনো সমস্যা হয়নি।

এর আগে গতকাল বুধবার (২৬ জুন) সন্ধ্যা পৌনে ৭টার সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার (২৭ জুন) ভোর রাত সাড়ে তিনটার দিকে সাড়ে ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ সম্পর্কিত আরও খবর