খাল ও রাস্তার জায়গা সাদেক এগ্রোর দখলে, ডিএনসিসির উচ্ছেদ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-27 15:57:37

রাজধানীর মোহাম্মদপুরে খাল ও রাস্তার জায়গা দখল করে সাদেক এগ্রো নামে দুইটি পশুর খামার গড়ে তুলেছেন মালিক ইমরান হোসেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর বারোটা থেকে খামারের দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন।

জানা যায়, মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের ভাঙ্গা মসজিদের পাশে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে গড়ে তুলেছেন সাদেক এগ্রো নামে গরুর খামার। এর পাশেই মোহাম্মদপুর নবীনগর হাউজিং ৭ নম্বর রোডে বেড়ি বাঁধের ওপর সড়কের জায়গা দখল করে সাদেক এগ্রো নামে আরেকটি খামার গড়ে তুলেছেন ইমরান।

সাদেক এগ্রোর দখলের খাল ও রাস্তার জায়গা উচ্ছেদ করে ডিএনসিসি

রামচন্দ্রপুর খালের জায়গা দখল করে গড়ে তোলা খামারটি মাটি ভাড়া নিয়ে ভবন নির্মাণ করে গরুর খামার তুলেছিলেন তিনি।

অন্যদিকে, নবীনগর ৭ নম্বর রোডে বেরীবাঁধের ওপর গড়ে তোলা খামারটি তার নিজস্ব জায়গায় হলেও সামনে সড়কের জায়গা দখল করে স্টিল ও ইট দিয়ে অবকাঠামো তৈরি করে খামার নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনার সাথে সম্প্রতি সমালোচিত সাদেক এগ্রো ফার্মের মালিক ইমরানের মালিকানাধীন দুটি খামার সড়ক ও খালের জায়গা দখল করে গড়ে তোলায় খামার দুটি উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ জানান, সড়ক ও খালের জায়গা দখল করে যারা অবৈধ থাপনা নির্মাণ করেছেন, তাদের সকলকে উচ্ছেদ করা হবে। অবৈধভাবে গড়ে তোলা কোনো দখলদার থাকতে পারবে না।

এ সম্পর্কিত আরও খবর