লালমনিরহাটে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-06-27 20:02:30

লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলায় ৩ মাদক সেবনকারীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও একশত করে টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম সিদ্দিকী।

সাজাপ্রাপ্তরা হলেন- লালমনিরহাট সদর উপজেলা মোঘলহাট ইউনিয়নের দুরাকুটি এলাকার নাইম উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন (২০), একই উপজেলার তালুক হারাটি এলাকার আদল সরকারের ছেলে আরমান সরকর (২০) ও আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিখন মিয়া (১৯)।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকসেবন করছে কতিপয় মাদকসেবী। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নুর ই আলম সিদ্দিকী। এ সময় মাদকসেবন অবস্থায় হাতেনাতে ৩ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তারা তাদের দায় স্বীকার করায় তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর