যমুনায় দুই মরদেহ: আতঙ্কে নদীতে ঝাপ দিয়ে মারা গেছেন বলে ধারণা পুলিশের

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2024-06-28 22:56:59

গাইবান্ধার যমুনা নদী থেকে মরদেহ উদ্ধার করা সেই দুই ব্যক্তি রাতে আতঙ্কেই নদীতে ঝাপ দিয়ে উঠতে না পেরে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে মরদেহের সুরতহাল রিপোর্ট, প্রাথমিক পুলিশী তদন্তের পর এমনটিই জানিয়েছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান।

ওসি জানান, সুরতহাল রিপোর্টে মরদেহে কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার পারিপার্শ্বিকতা ও প্রাথমিক পুলিশী তদন্তে জানা গেছে গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে তারা জুয়া খেলতে যায়। সেখানে রাতে বেশ কয়েকজন জুয়ারি জুয়া খেলতেছিল।

ওই সময় তারা কিছু দূরে বেশ কয়েকটি টর্স লাইটের আলো দেখতে পেয়ে সকলেই আতঙ্কিত হয়ে দৌঁড়ে নদীতে ঝাপ দেয়। এসময় অন্যান্যরা নদী থেকে উঠতে পারলেও ধারণা করা হচ্ছে এই দুজন নদী থেকে উঠতে না পেরে পানিতে ডুবে মারা যায়।

এর আগে আজ সকাল ১১ টার দিকে স্থানীয়দের খবরে নিখোঁজের দুই দিন পর ফুলছড়ির উপজেলার গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নামক স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তার আগে গত ২৬ তারিখ বুধবার নিখোঁজ হন তারা। তারা দুজনই পেশাদার জুয়ারি বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর