বাজেটের প্রভাব নেই বাজারে, কমেছে সবজির দাম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-07-01 12:48:59

জুন মাসে বাজেট প্রস্তাবকে কেন্দ্র করে বেড়েছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কাঁচা বাজারের প্রতিটি পণ্যের দাম বেড়েছিল ১০-২০ টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ ছিল বাজেটের কারণে বেড়েছে পণ্যের দাম। ফলে বাজেট জনবান্ধব পূর্ণ নয় বলেও অভিযোগ তুলেছিল ক্রেতারা।

সোমবার (১ জুলাই) সকালে কারওয়ান বাজারের রাজধানীর সব থেকে বড় কাঁচা পণ্যের বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির কারণে প্রতিটি পণ্যের দাম কমেছে ১৫-২০ টাকা।

রোববার (৩০ জুন) পাশ হয়েছে বাজেট। বাজেটকে ঘিরে নিত্য পণ্যের দাম বাড়বে এমন আশঙ্কা সাধারণ মানুষের থাকলেও ভিন্ন অবস্থা দেখা গেছে বাজারে।


এছাড়া তুলনামূলকভাবে মাছ ও মুরগির দামও কমেছে৷ বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে৷ পেয়াঁজ মিলছে ৮০-৯০ টাকা কেজি দরে।

আজগর আলী নামের এক ব্যবসায়ী বলেন, বাজারে ক্রেতা না থাকায় পণ্যের দাম কমেছে। বৃষ্টির কারণে আমদানি কম হলেও তুলনামূলক বেশি পণ্য বাজারে। এতে ক্রেতা না থাকায় সবাই বিপাকে পড়েছেন।

পটল ব্যবসায়ী সালাম বলেন, পটল গত সম্পাহে ৪০ টাকা কেজি ছিল। আজ ১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ৪০টাকা কেজি। যা গত সপ্তাহে ৬০ টাকা ছিল। 


বৃষ্টির ফলে কাঁচামরিচের দাম আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।  ক্রেতা সাব্বির হোসেন, সবজির দাম কমলেও কাঁচা মরিচের দাম অনেক বেশি। কাঁচা মরিচের দাম ২০০ টাকা। 

এ সম্পর্কিত আরও খবর