বান্দরবানে চুরি যাওয়া ৬০টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2024-07-01 22:15:07

বান্দরবানে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল ও বিকাশে প্রতারিত হওয়া নগদ টাকা উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-২। হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন ও বিকাশে প্রতারিত হওয়া ২ লক্ষ ২৬ হাজার ৩৬০ টাকা প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দেয়া হয়।

সোমবার (১ জুলাই) দুপুরে মেঘলা এপিবিএন-২ এর কার্যালয়ে হারিয়ে যাওয়া এসব মোবাইল ও টাকা মূল মালিকদের নিকট হস্তান্তর করেন এপিবিএন-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান।

এপিবিএন-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে এপিবিএন পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের চুরি যাওয়া মোবাইল ও বিকাশ, নগদে প্রতারিত হওয়া টাকা উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করে আসছে। এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিবিএন-২, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) এ এস এম সামছুদ্দিন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই কামরুল হাসান।

এ সম্পর্কিত আরও খবর