গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ৩

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, গাজীপুর | 2024-07-02 18:12:55

ঈদ বোনাস ও বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে শিল্প পুলিশের ওসিসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার রঙ্গিলা বাজারে অবস্থিত আনোয়ারা নিট কম্পোজিট মিলের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে মঙ্গলবার দুপুর দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এক পর্যায়ে অশান্ত শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের ৩ সদস্য আহত হন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আনোয়ারা নিট কম্পোজি মিলের আন্দোলনরত শ্রমিকদের শান্ত করতে গিয়ে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর