জুয়ার আসর থেকে গ্রেফতার দুই নেতা পদও হারালেন

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-07-03 19:51:43

প্রতিদিনের মতো সঙ্গীদের নিয়ে জুয়ার আসরে বসেছিলেন চট্টগ্রাম নগর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও সদস্য বিশ্বজিৎ চৌধুরী। কিন্তু এবার আর রক্ষা হয়নি। খুলশি থানা পুলিশ হানা দেয় সেই আসরে। অতপর ধরা পড়েন দুই আওয়ামী লীগ নেতাসহ ৩২ জন।

ঘটনাটি মঙ্গলবার (২ জুলাই) মধ্যরাতের। এবার ওই দুই আওয়ামী লীগ নেতা পেলেন সাংগঠনিক শাস্তিও। বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ওয়াসার মোড়ে মুনতাসির টাওয়ারের ৭ম তলায় পাহাড়তলী ক্লাবে জুয়ার আসর বসে। সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করে পুলিশ। বিষয়টি ছড়িয়ে পড়লে দুই আওয়ামী লীগ নেতার বিষয়ে সিদ্ধান্ত নিতে তৎপর হয় লালখানবাজার ওয়ার্ড শাখা আওয়ামী লীগ।

দুজনকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।

তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ওই দুজন কোনো সাংগঠনিক পরিচয় দিতে পারবেন না, আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে পারবেন না, ভোটও দিতে পারবেন না।

এ সম্পর্কিত আরও খবর