ছবিতে কোটা বিরোধী আন্দোলন

, জাতীয়

| 2024-07-03 20:27:08

চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’– ব্যানারে সংগঠিত হন শিক্ষার্থীরা।

বুধবার (৩ জুলাই) বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাস্পাস থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট রোড দিয়ে শাহবাগে এসে থামে শিক্ষার্থীদের মিছিল। পরে শাহবাগ মোড়ে সড়কের উপর অবস্থান নেন তারা। এতে পুরো এলাকাজুড়ে যানযট তৈরি হয়। এ আন্দোলনের ছবি তুলেছেন নূরে আলম

পদযাত্রা শেষে জাতীয় পতাকা হতে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনেকের মাথায়ও  জাতীয় পতাকা বাঁধা ছিল/ছবি: নূরে আলম 

মাইক হাতে ভাষণ দিচ্ছেন আন্দোলনরত এক নারী শিক্ষার্থী/ছবি: নূরে আলম

রাস্তা অবরোধের পর মোটরসাইকেল চালক ও আরোহীদের ফিরিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা/ছবি: নূরে আলম

শাহবাগ চত্ত্বর অবরোধের পর বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এসময় লোকাল বাসের যাত্রীরা নেমে গেলে অলস পড়ে থাকে বাসগুলো/ছবি: নূরে আলম

আন্দোলনকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল আইনশৃঙ্খলা বাহিনী/ছবি: নূরে আলম

 পদচারী-সেতুতে নিরাপদ দূরত্বে থেকে আন্দোলন দেখছিলেন এক স্কুল ছাত্র/ছবি: নূরে আলম

আন্দোলনের ছবি- ভিডিও ধারণ করছিনের শত শত সংবাদকর্মী/ছবি: নূরে আলম

এ সম্পর্কিত আরও খবর