প্রশ্নফাঁস চক্রের মূলোৎপাটনের দাবি সিআইডির

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 03:55:23

দেশের সব থেকে বড় প্রশ্নপত্র ফাঁসের চক্রটির মূলোৎপাটন করা গেছে বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন এ দাবি করেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত দুটি চক্রের ৪৬ জনকে গ্রেফতার করেছি। তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। তাছাড়া চক্র দুটির মূল হোতা হাফিজুর রহমান হাফিজ ও মাসুদ রহমান তাজুলকে গ্রেফতার করা হয়েছে।’

সিআইডি প্রধান বলেন, ‘প্রশ্ন ফাঁসের সঙ্গে এই দুটি চক্র দুইভাবে কাজ করে। একটি চক্র বিভিন্ন উপায় অবলম্বন করে প্রশ্নপত্র ফাঁস করে। অন্য চক্রটি পরীক্ষার দিন প্রশ্ন সংগ্রহ করে সমাধান বের করে। পরে চক্রের সদস্যরা বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সরবরাহ করে।’

তিনি আরও বলেন, ‘সিআইডি প্রশ্নফাঁস চক্রটিকে আগেই শনাক্ত করেছে এবং তাদের সক্রিয় সদস্যদের গ্রেফতার করেছে। এবার ডিজিটাল ডিভাইসে জালিয়াত চক্রটিকেও গ্রেফতারর করেছে সিআইডি।’

সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘ডিজিটাল জালিয়াত চক্রের মূল হোতা বিকেএসপির সহকারী পরিচালক অলিপ কুমার বিশ্বাস, ৩৮-তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইব্রাহীম মোল্লা, বিএডিসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, আইয়ুব আলী বাঁধনসহ নয়জনকে গ্রেফতার করা হয়। এ চক্রটি বিসিএস পরীক্ষায়ও জালিয়াতি করেছে।’

এ সম্পর্কিত আরও খবর