সীতাকুণ্ডে জাহাজ বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-08 16:28:57

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে। আহতদের চিকিৎসায় যা যা করণীয়, তা করা হবে বলেও জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণে আহতদের দেখতে যান তিনি।

বিস্ফোরণে আহতদের পাশাপাশি বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় আহত ব্যক্তিদেরও দেখতে যান তিনি। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়ালসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন করপোরেশন নামে একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জন।এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর